class v bengali model activity task february // new model activity task bengali // bangla model activity task 2022in february //class 5 bangla model activity tas 2022
- Get link
- X
- Other Apps
পঞ্চম শ্রেণি
বাংলা (প্রথম ভাষা)
পূর্ণমান : ১৫
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
১.১ ‘বুনো হাঁস’ গল্পের ঘটনাস্থল –
(ক) চিন
(খ) ভারতের লাডাক
(গ) সাইবেরিয়া
(ঘ) আলাস্কা
উত্তর: (খ) ভারতের লাডাক।
১.২ বাড়ির জন্য মন কেমন করত –
(ক) বুনো হাঁসদের
(খ) জোয়ানদের
(গ) ডাককর্মীদের
(ঘ) সাংবাদিকদের
উত্তর: (খ) জোয়ানদের।
১.৩ বুনো হাঁসদের খাদ্য তালিকায় যেটি ছিল না –
(ক) টিনের মাছ
(খ) মাংস
(গ) তরকারি
(ঘ) ফলের কুচি
উত্তর: (খ) মাংস।
২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :
২. ১ ‘এখন যদি আকাশের দিকে চেয়ে দ্যাখো কী দেখা যাবে?
উত্তর: আকাশের দিকে দেখা যাবে দলে দলে বুনো হাঁস, তিরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে।
২.২ বরফ পড়তে শুরু করতেই জোয়ানরা কী করল?
উত্তর: বরফ পড়তে শুরু করতেই জোয়ানরা গিয়ে আগের হাঁসটাকে তাবুতে নিয়ে এল।
২.৩ একদিন সকালের কাজ সেরে এসে জোয়ানরা কী দেখল?
উত্তর: একদিন জোয়ানরা সকালের কাজ সেরে এসে দেখে হাস দুটি উড়ে চলে গেছে।
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : ২×৩=৬
৩.১ একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নীচে নেমে পড়ল।’—তারপর কী ঘটল?
উত্তর: বুনোহাঁস টি দল ছেড়ে নিচে নেমে একটি ঝোপের উপর থর থর করে কাঁপতে লাগলো। ঠিক তার পরে আরেকটা বুনোহাঁস নিচে নেমে এসে ওই বুনো হাঁস টির চারিদিকে উড়ে বেড়াতে লাগল। বরফ পড়তে শুরু হওয়ার আগেই জওয়ানরা ওই প্রথম বুনোহাঁস টিকে তাঁবুতে নিয়ে এসেছিল। অন্য হাঁসটি প্রথমে তেড়ে এলেও ওদের সঙ্গে সঙ্গে নিজেই গিয়ে তাঁবুতে ঢুকেছিল। জোয়ানরা আহত বুনোহাঁস টিকে তাঁবুতে নিয়ে যায় এবং তার সেবা শুশ্রূষা করে।
৩.২ – জোয়ানদের একটা আনন্দেরই কাজ হয়ে দাড়াল।’—তাদের আনন্দের কাজটি কী?”
উত্তর: জোয়ানদের কাজ হলো ওই দুটি বুনো হাঁস দের দেখাশুনা করা। তারা বুনো হাঁস দের মুরগি রাখার খালি জায়গাতে রেখেছিল। সেখানে তারা বুনো হাঁসদের টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এই সব খেতে দিত । এইভাবেই জোয়ানরা তাদের আনন্দের কাজটি খুঁজে নিয়েছিল।
৩.৩ একটি আহত ইঁসের প্রতি তার দলের আরেকটি হাঁসের অনুভূতি ‘বুনো হাঁস’ গল্পে কীভাবে প্রকাশ পেয়েছে?
উত্তর: লীলা মজুমদার রচিত ‘ বুনো হাঁস ‘ গল্পে একটি আহত হাঁসের প্রতি তার দলের আরেকটি হাঁসের অনুভূতি খুব সুন্দরভাবে গল্পটিতে প্রকাশ পেয়েছে। যখন প্রথম বুনোহাঁস টি দল ছেড়ে নিচে নেমে ঝোপের উপরে পড়ে থরথর করে কাঁপছিল তখন ওই দলেরই অন্য একটি বুনোহাঁস নিজের জীবনকে বিপন্ন করে নীচে নেমে পড়েছিল তারই সঙ্গীকে বাঁচানোর জন্য।
৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো: ৩
‘এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল।’— শীত কেটে যাওয়ায় প্রকৃতিতে কী কী পরিবর্তন দেখা গেল?
উত্তর: লীলা মজুমদার রচিত আমাদের পাঠ্য ‘ বুনো হাঁস ‘ গল্পে জওয়ানরা বুনোহাঁসের দেখাশোনা করতে করতে প্রায় শীতকাল পার করে ফেলেছিল। এই শীতকাল কেটে যাওয়ায় প্রকৃতিতে অনেক পরিবর্তন দেখা গিয়েছিল। নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করেছিল। নতুন করে আবার সবুজ গাছপালা দেখা গিয়েছিল। ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল। পাখিরা আবার আসতে আরম্ভ করলো দক্ষিণ থেকে উত্তর দিকে কারণ তারা দেশে ফিরে বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। এইভাবে লেখিকা লীলা মজুমদার ‘ বুনো হাঁস ‘ গল্পে শীত কেটে যাওয়ার অত্যন্ত সুন্দর প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা দিয়েছেন।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment