পঞ্চম শ্রেণি বাংলা ( প্রথম ভাষা ) পূর্ণমান : ১৫ ১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ১.১ ‘বুনো হাঁস’ গল্পের ঘটনাস্থল – (ক) চিন (খ) ভারতের লাডাক (গ) সাইবেরিয়া (ঘ) আলাস্কা উত্তর: (খ) ভারতের লাডাক। ১.২ বাড়ির জন্য মন কেমন করত – (ক) বুনো হাঁসদের (খ) জোয়ানদের (গ) ডাককর্মীদের (ঘ) সাংবাদিকদের উত্তর: (খ) জোয়ানদের। ১.৩ বুনো হাঁসদের খাদ্য তালিকায় যেটি ছিল না – (ক) টিনের মাছ (খ) মাংস (গ) তরকারি (ঘ) ফলের কুচি উত্তর: (খ) মাংস। ২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও : ২. ১ ‘এখন যদি আকাশের দিকে চেয়ে দ্যাখো কী দেখা যাবে? উত্তর: আকাশের দিকে দেখা যাবে দলে দলে বুনো হাঁস, তিরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। ২.২ বরফ পড়তে শ...